চঞ্চু |
পাখির ঠোঁটঃ ঠোঁট, চঞ্চু অথবা রাস্ট্রাম পাখির শরীরের একটি বাহ্যিক গঠন অঙ্গ। এটি সাধারণত খাওয়া এবং বিন্যাস করা, কোন বস্তুকে পরিপাটি করা,শিকার ধরা, লড়াই, খাবার অনুসন্ধান, খুনসুটি করা ও বাচ্চাকে খাওয়ানোর কাজে ব্যবহৃত হয়৷ কিছু ডিকাইনোডোন্টস প্রজাতির প্রাণীর ক্ষেত্রেও একই রকম মুখের অঙ্গ বোঝাতে ঠোঁট বা রস্ট্রাম পরিভাষাটি ব্যবহৃত হয়। যেমনঃ ওরনিথিসিয়্যান্স, সেফালোপডস, চেটাচিন্স, বিলফিসেস, কচ্ছপ, বেঙাচি এবং সাইরেন৷
যদিও ঠোঁট আকার, আকৃতি, রং ও গঠন ভেদে ভিন্ন প্রকৃতির হয় কিন্তু এর মূল গঠন একই ধরণের৷দুটি হাড়ের অভিক্ষিপ্ত অঙ্গ- উপরের এবং নীচের ঠোট এপিডার্মিসের পাতলা ক্যারিটিনাইজড আবরণ দিয়ে আবৃত, যাকে রামফোথিকা বলে। বেশীর ভাগ প্রজাতির ক্ষেত্রে, গহবর দুটি নার নামে পরিচিত যা শ্বসনপদ্ধতি পরিচালনা করে।
বুৎপত্তিঃ